প্যাপিরাসে পুরাণ

-
পৃষ্ঠা – ৩৯২
মুদ্রিত মূল্য – ৮৫০.০০ টাকা
প্রকাশনী – জাগৃতি প্রকাশনী
ফ্ল্যাপের লেখা
ছোটোবেলায় পড়েছিলাম ‘এক দেশে ছিল এক রাজা…’ কিংবা ‘সে রাজার ছিল দুই রানি – সুয়ো রানি আর দুয়ো রানি…’। অনেক পরে বুঝেছি এগুলো হচ্ছে রূপকথা, পুরাণ নয়। পুরাণের সাথে রূপকথার যেমন পার্থক্য আছে, তেমন পার্থক্য আছে পৌরাণিক কল্পকাহিনির সাথেও। পৌরাণিক কল্পকাহিনিতে একটা মজার ব্যাপার আছে। এখানে লেখক তার কল্পনাশক্তি দিয়ে পুরাণকেও হার মানাতে পারেন। পুরাণ আর কল্পনাশক্তির এই শক্তিশালী মিশ্রণ, শুধুমাত্র পুরাণ সম্পর্কেই আমাদেরকে ধারণা দেয় না, বরঞ্চ পুরাণকে একটা বাস্তব রূপ দেবারও চেষ্টা করে। আর তাই মিথলজি-ফিকশন আমার কাছে কোনো কাল্পনিক কিছু নয়,বরং পুরাণকে প্রাত্যহিক জীবনের দ্বারপ্রান্তে নিয়ে আসার এক অসাধারণ প্রয়াস। ‘প্যাপিরাসে পুরাণ’ সংকলণে স্থান পাওয়া ছাব্বিশটি মিথলজি-ফিকশন আমাদেরকে সেই শক্তিশালী বার্তাটিই দিচ্ছে। দুই বাংলার জনপ্রিয় পুরাণ লেখকদের গল্পের পাশাপাশি ‘বইপোকাদের আড্ডাখানা’ ফেইসবুক গ্রুপে মিথলজি প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিটি গল্পের বিষয়বস্তুতে রয়েছে বৈচিত্র্য, ভিন্ন ভিন্ন স্বাদ। পাঠক গল্পগুলিতে একইসাথে পাবেন স্থান-কাল-পাত্রের মিশ্রণে লেখকদের চিন্তাশক্তির এক অভূতপূর্ব উপস্থাপনা। বিভিন্ন স্থানের পুরাণের সাথে জীবনের সংমিশ্রণে উঠে এসেছে সৃষ্টি-ধ্বংস, শুভ-অশুভ কিংবা জন্ম-মৃত্যু-ভালোবাসার কথা। এ কথা বলাই যায়, গল্পগুলি পাঠককে একটু হলেও ভাবাবে।